সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ককটেলসহ আটক সবুজ মুন্সিরসহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পাংশায় মানববন্ধন পালিত

  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের মোটর সাইকেল বহরে বোমা হামলার চেষ্টাকারী জাহিদুল হাসান সবুজ মুন্সিসহ মূল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ১লা আগস্ট সকালে পাংশা শহরে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
পাংশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের কালিবাড়ী তিন রাস্তা মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী পালনকালে পাংশা শহরের কালিবাড়ী তিন রাস্তা মোড়, আব্দুল মালেক প্লাজা, দত্ত মার্কেট ও পৌরসভা মার্কেট পর্যন্ত সড়কের দুইপাশে ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী সমর্থক হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।
এতে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, থানা পুলিশের হাতে ধৃত সবুজ মুন্সি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা ধরেণের অপকর্মের সাথে জড়িত। পাংশা থানায় তার বিরুদ্ধে জিডিসহ নানা অভিযোগ রয়েছে। গত ৩০শে জুলাই রাতে ছাত্রলীগের নেতৃবৃন্দ পাংশা উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তার উপর ১টি ককটেল বোমাসহ জাহিদুল হাসান সবুজ মুন্সিকে পাংশা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বক্তাগণ আরো বলেন, ওইদিন রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলার কারণে মিতুল হাকিমের হত্যা চেষ্টার ষড়যন্ত্র ব্যর্থ হয়। কিন্তু এই ষড়যন্ত্রের মূল হোতা কারা? কি তার পরিচয়। তার মুখোশ উন্মোচন করতে হবে। ছাত্রলীগ নেতৃবৃন্দ মিতুল হাকিমের মোটর সাইকেলের বহরে বোমা হামলার চেষ্টাকারী সবুজসহ মূল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!