॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১লা আগস্ট দুপুরে ৩দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা, বৃক্ষচারা বিতরণ প্রভৃতি অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসের প্রথম দিনে ৩দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এ আয়োজন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি উৎসর্গ করা হলো। তিনি বৃক্ষ রোপনের গুরুত্বারোপ করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে প্রত্যেকের বৃক্ষ রোপন করা দরকার। বাড়ীতে কিংবা মাঠে কাঠ, ফলজ ও বনজ জাতীয় গাছের বাগান তৈরী করে বৃক্ষ রোপন কর্মসূচীকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আমাদের এখানে এখন স্ট্রবেরী ও ড্রাগন ফলের আবাদ হচ্ছে। স্ট্রবেরী ও ড্রাগন ফল আবাদে মানুষকে উৎসাহিত করতে হবে। স্ট্রবেরী ও ড্রাগন ফল লাভজনক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
এমপি জিল্লুল হাকিম বলেন, বিগত সময়ে বিএনপির ক্যাডাররা রাস্তার গাছ এমনকি উল্লেখযোগ্য অনেকের বাড়ী থেকে জোর করে গাছ কেটে নিয়ে খাট ও বাড়ীর আসবাবপত্র তৈরী করেছে। এখন অনেক রাস্তা-ঘাট ফাঁকা। ফাঁকা রাস্তায় তালগাছ ও নারকেল গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রোকন উজ্জামান।
প্রধান অতিথি এমপি জিল্লুল হাকিম ফিতা কেটে ৩দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা-২০১৭ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন তিনি। স্টলে মাশরুম, ড্রাগন ফলসহ বিভিন্ন ফল ও বনজ জাতের বৃক্ষচারার সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ করা হয়।
এছাড়া খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়(২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ভাড়ায় যন্ত্র সেবা কেন্দ্র প্রতিষ্ঠা কার্যক্রমের জন্য চরঝিকড়ী সিআইজি সমবায় সমিতিকে বিনামূল্যে প্রায় ১৫লাখ টাকা মুল্যের রিপার, মিনি কম্বাইড হারভেস্টার, পাওয়ার টিলারসহ সিডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার ও ট্রি প্রভৃতি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।