॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ১৯শে জুলাই বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সদর উপজেলার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ এম.এ খালেক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, সিরাজ মোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন ও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার হোসেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সদর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণসহ সংশ্লি¬ষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সদর উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোর মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ পায়। এছাড়াও যারা পড়াশোনায় দুর্বল তারা খেলাধুলার মাধ্যমে তাদের মেধা বিকাশের সুযোগ পায়। আমি মনে করি আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিডার। আমাদের রাজনৈতিক দলের লিডারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ যদি সঠিক নেতৃত্ব দেন তবে সেই শিক্ষা প্রতিষ্ঠান সর্বদিক দিয়ে উন্নতি সাধন করে। আমি আশা করব রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সুযোগ্য লিডারশীপে তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। তিনি সকলকে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তোলার আহবান জানান।
উল্লে¬খ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৪০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার মধ্যে ফুটবল, ক্রিকেট সেট ও ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রথমিক বিদ্যালয়ের পক্ষে প্রদান শিক্ষক জুন কক্স প্রধান অতিথির নিকট থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন।