॥রঘুনন্দন সিকদার॥ ‘মাছ চাষে গড়বো দেশ-বদলে দেব বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৯শে জুলাই সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বর্নাঢ্য র্যালী বালিয়াকান্দি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন ও বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী কাজী কামরুজ্জামান লাভলু। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক।