॥কাজী তানভীর মাহমুদ॥ ঈদে ঘরে ফেরা যাত্রীদের জান-মালের নিরাপত্তার জন্য রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের টার্মিনালের পাশে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ও টার্মিনাল এলাকায় যাত্রীদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে এ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে আহলাদীপুর হাইওয়ে থানা কর্তৃপক্ষ।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) বি.এম ইমদাদুল হক জানান, ঈদের আগে ও পরে সপ্তাহখানেক সময় দিনে-রাতে এই ওয়াচ টাওয়ার থেকে ঘাট এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে হাইওয়ে পুলিশ সদস্যরা। অত্যাধুনিক মান সম্পন্ন চশমা ব্যবহার করে ঘাটে গাড়ীর চাপ ও যাত্রীদের জান-মাল রক্ষায় ছিনতাই, মলম পার্টি, পকেটমারদের প্রতি সজাগ দৃষ্টি রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লে¬খ্য, দৌলতদিয়া ঘাট রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত। ঈদ উপলক্ষে প্রতিদিন হাজার হাজার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে ফেরী ও লঞ্চে দৌলতদিয়া ঘাটে এসে নামছে। তারপর দৌলতদিয়া ঘাট থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে বিভিন্ন যানবাহনে রওনা হচ্ছে।