শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাস্ক পরতে বলাকে রাজনৈতিক বিবৃতি হিসেবে বিবেচনা না করতে বাইডেনের আহ্বান

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারির বিস্তার ঠেকাতে আমেরিকানদের প্রতি মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি মাস্ক পরতে বলাকে রাজনৈতিক বিবৃতি হিসেবে বিবেচনা না করার কথাও বলেছেন।
মহামারি প্রতিরোধে তার প্রশাসন থেকে যেসব বিজ্ঞানী নেতৃত্ব দেবেন তাদের নাম ঘোষণার প্রেক্ষাপটে বাইডেন এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিভাজনমূলক নির্বাচন শেষে মহামারি প্রতিরোধের অভিন্ন লক্ষ্য নিয়ে আমেরিকানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
বাইডেন বলেন, সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি, মাস্ক পরুন। আপনার জন্যে মাস্ক পরুন, প্রতিবেশীর জন্যে মাস্ক পরুন।
তিনি আরো বলেন, মাস্ক কোন রাজনৈতিক বিবৃতি নয়। কিন্তু দেশকে একত্র করার কাজ শুরু করতে এটি একটি ভালো উপায়।
ডেলওয়ারের উইলমিংটন থেকে গত সোমবার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে বাইডেন ও নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান কোভিড ১৯ এডভাইজরি বোর্ডের নাম ঘোষণা করেন।
বাইডেন গত কয়েকমাস ধরে নিয়মিতই মাস্ক পরে আসছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মাস্ক ছাড়াই থাকছেন।
মার্কিন কোম্পানী ফাইজার ও জার্মানীর বায়োটেক যৌথভাবে যে টিকা নিয়ে কাজ করছে তা সংক্রমণ রোধে ৯০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে এ ঘোষণার কিছু পরেই বাইডেন তার বক্তব্য রাখেন।
নবনির্বাচিত বাইডেন এ ঘোষণার প্রশংসা করেন। কিন্তু একই সঙ্গে বলেন, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর অস্ত্র মাস্ক। আজকের এই খবর জরুরী বাস্তবতাকে পাল্টে দেবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি ২৪ ঘন্টায় এক লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচেছ বলে জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মারা গেছে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার লোক।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!