॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। মহামারী এ পরিস্থিতিতে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে জেলায় বেশ কয়েকজন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।
চলমান পরিস্থিতিতে রাজবাড়ী জেলার চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ঢাকাস্থ পারলীন গ্রুপের পক্ষ থেকে ২শত পিস পিপিই(পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট) গতকাল ১৪ই জুলাই দুপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারলীন গ্রুপের চেয়ারম্যান ও রাজবাড়ী কৃতি সন্তান রুহুল পারভেজ এবং সিইও মুরাদ হাসান ও নির্বাহী পরিচালক আকরাম হোসেন টুটুলের পক্ষে প্রতিনিধি মোঃ কালাম আজাদ সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন।
উল্লেখ্য, সম্প্রতি পারলীন গ্রুপের পক্ষ থেকে রাজবাড়ী জেলা পুলিশ এবং সাংবাদিকদের পিপিই প্রদান করে প্রশংসিত হয়।