॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পাংশা আদি মহাশ্মশানে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি, পাংশা রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লিজা হেলথ কেয়ারের অন্যতম পরিচালক দীপক কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে ও গোলক কুন্ডুসহ শ্মশান কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুন্ডু বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় এবং এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এডভোকেট ভজ গোবিন্দ দে বলেন, বিভিন্ন শ্মশান ও মন্দিরে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী চলবে। এ ব্যাপারে সকল মন্দির ও শ্মশান কমিটির নেতৃবৃন্দকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।