॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রাজবাড়ী বাজারের ৩৭জন কম্পিউটার কম্পোজ ও ফটোকপি ব্যবসায়ী সরকারী খাদ্য সহায়তা পেয়েছে।
গত ৬ই জুলাই সন্ধ্যায় রাজবাড়ী বাজারের খলিফাপট্টির সমবায় মার্কেটস্থ রাজবাড়ী কম্পিউটার কম্পোজ ও ফটোকপি ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে তাদের মধ্যে এই খাদ্য সহায়তা(১০ কেজি করে চাল) বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রেজা, কসমেটিক্স ব্যবসায়ী অহিদুজ্জামান হিরা, আবাসিক হোটেল ব্যবসায়ী হেলাল উদ্দিন সরদার, সংগঠনের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মওলা রিমন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিউদ্দিন আকরামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকারী ত্রাণ সহায়তা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। এ ব্যাপারে পরদিন ২৩শে এপ্রিল দৈনিক মাতৃকণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় তাদের জন্য এই চাল বরাদ্দ দেয়া হয়।