॥মনির হোসেন॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় ১০০টি করে বৃক্ষ রোপণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে গতকাল ৭ই জুলাই সকালে কালুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা সহকারী কৃষি সম্পসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দী এবং আইসিটি অফিসার রিয়াজুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমলকি, নিম ও মালটার চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।