॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে মানব কল্যান তহবিল থেকে গতকাল ১৯ শে জুন দুপুরে ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত রহিমা আক্তার নামের একজন রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
পাংশা উপজেলা মহিলা পরিষদের সভাপতি সাহিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যান তহবিল সংস্থার সভাপতি সায়মা আলম পাপড়ী ও সাধারণ সম্পাদক শিখা খাতুন, পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম রকিবুল ইসলাম শামীম, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দিল রওশন আরা কাকলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মহিলা পরিষদের সহ-সভাপতি রওশন আরা, সাংগঠনিক সম্পাদক তহমিনা মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক ফিরোজা আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শিপ্রা মজুমদার, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা পারভীন, মানব কল্যান তহবিল সংস্থার সদস্য রেশমা মন্ডল ও পাংশা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও পাংশা মহিলা পরিষদের সাবেক সহ-সভাপতি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণকারী মাহফুজা খাতুনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া মানব কল্যান তহবিল সংস্থার কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে তহবিল গঠন পূর্বক দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে জরায়ুমুখ ও ব্রেষ্টক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার গুরুত্বারোপ করা হয়।