॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রাণঘাতী করোনা সংকট মোকাবেলায় চলমান লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা স্ব-স্ব অবস্থান থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে গতকাল ৫ই মে দোকানপাঠ খোলা নিয়ে গুঞ্জনের মধ্যে পাংশা শহরে সরকারী নির্দেশনার বিষয়ে হ্যান্ড মাইকে প্রচারণা চালান ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম। সেই সাথে সরকারী নির্দেশনা অমান্য করায় ৬জনের ৬হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতে।
ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আগামী ১০ই মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে দোকানপাঠ খোলার সরকারী নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আগামী ৭ই মে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে করোনা সংক্রান্ত কমিটির সাথে পাংশার ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা আহবান করা হয়েছে। ১০ই মে তারিখের আগে দোকানপাঠ না খোলার জন্য সতর্ক করেন তিনি। সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারীও দেন ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, ক্যাপ্টেন সোহানূরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন। একই সাথে সরকারী নির্দেশনা অমান্য করায় দুইজন মুদীখানা দোকানীকে ৪হাজার টাকা এবং ৪জন মোটর সাইকেল আরোহীকে ২হাজার টাকা মোট ৬হাজার টাকা জরিমানা করেন ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসিল্যান্ড নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত।