বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলায় শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন

  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামের গোলাম সরোয়ার ওরফে জহর মোল্লার ২বিঘা জমির উপর ফলজ ও বনজ বাগানের শতাধিক গাছ কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। গত ৩রা মে রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ৭/৮ বছর আগে নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জমির উপর বাগান করেন জহর মোল্লা। গত রবিবার রাতে বাগানের ৭৫টি আম্রপালির গাছ, ৫টি লিচুর গাছ, ১৪/১৫টি লেবুর গাছ ও ৩০/৩৫টি মেহগণির গাছ কেটে তছনছ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কায়সার হামিদ গত সোমবার দুপুরে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জহর মোল্লার ছেলে রাকিবুল ইসলাম এ ঘটনায় প্রতিপক্ষ একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে বিশু খাঁ ও তার অনুসারীদের দোষারোপ করছেন।

রাকিবুল ইসলাম বলেন, পূর্বের গোলযোগ ও মামলার কারণে ভয়ে তারা রাতের বেলায় বাড়ীতে থাকেন না। এ সুযোগে পূর্ব দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ বিশু খাঁ তার অনুসারী লোকজনসহ বাগানের শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন করেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন ওরফে শিশু খাঁ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেন। তিনি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!