॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় তার জ্যেষ্ঠ পুত্র এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল করোনা সংকট মোকাবেলায় কোনো মানুষ যেন অনাহারে না থাকে এবং সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাতে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আদর্শ বাড়তি খাবার কর্মসূচীর মাধ্যমে দুঃস্থ পরিবারের ৬ মাস থেকে ২বছরের শিশু সন্তানের পুষ্টিসমৃদ্ধ শিশুখাদ্য সামগ্রী বিতরণ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদী প্রদান, চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীদের মাঝে পিপিই সামগ্রী বিতরণ, ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন, বালিয়াকান্দিতে টেলিমেডিসিন কর্মসূচী চালু, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণসহ জনকল্যাণ ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছেন আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল। কর্মসূচী বাস্তবায়নে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন।
এদিকে কর্মহীন অস্বচ্ছল পরিবারের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের সাথে উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের সম্পৃক্ততায় গতকাল ৪ঠা মে বিকেলে পাংশায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে ১হাজার ৩শত প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩টার দিকে পাংশা ডাকবাংলো প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন মিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর মঞ্জুর হোসেন। তার নিকট থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফিউদ্দিন(পাতা) ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য, কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসিএমও মনোয়ার হোসেন জনি এবং উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।