॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিবাসী (সোনালী সংঘের পাশে) মৃত মকসুদুল হকের ছোট ছেলে মেজবাউজ্জামান শামীম গতকাল ৩রা এপ্রিল বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন শ্বাসযন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সদস্য ছিলেন। গতকাল রবিবার বাদ মাগরিব খানকা শরীফ বড় মসজিদে জানাযার নামাজ শেষে তার মরদেহ ভবাণীপুর ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মেজবাহ-উজ-জামান শামীম আশির দশকে রাজবাড়ী জেলার আলোড়ন সৃষ্টিকারী ক্রীড়া প্রতিষ্ঠান বিপ্লবী পার্থ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজবাড়ী জেলার সাবেক সভাপতি ও ঢাকা আঞ্জুমান কাদেরীয়ার সাবেক ম্যানেজার ছিলেন।