বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

করোনার ঝুঁকি নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাটে কর্মস্থলমুখী গার্মেন্টস শ্রমিকদের ভীড় অব্যাহত

  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

॥দেবাশীষ বিশ্বাস॥ দৌলতদিয়া ফেরী ঘাট দিয়ে কর্মস্থলমুখী গার্মেন্টস শ্রমিকদের ভীড় অব্যাহত রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর গার্মেন্টস শ্রমিকরা চাকুরী বাঁচাতে করোনার ঝুঁকি উপেক্ষা করে ছুটে চলেছে।

গতকাল ১লা মে সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটে গিয়ে দেখা যায়, মাধবীলতা নামের ছোট একটি ফেরী ৩ শতাধিক যাত্রীসহ ২টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। ফেরীতে গাদাগাদি করে যাত্রীরা অবস্থান করছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

এ সময় কয়েকজন গার্মেন্টস শ্রমিক বলেন, ফ্যাক্টরী থেকে মোবাইলে ফোন পেয়ে চাকুরী বাঁচানোর জন্য তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কাজে যোগ দিতে যেতে হচ্ছে। আবার বেশীরভাগ গার্মেন্টসেই ঢাকার বাইরের শ্রমিকরা কাজ করে। তাদেরকে ছাড়া ফ্যাক্টরী চালু করাও সম্ভব নয়। তাই তাদেরকে যেতেই হচ্ছে। উপরন্তু গণপরিবহন বন্ধ থাকার কারণে তাদের কয়েকগুণ অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হয়েছে।

বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, জরুরী কাজে নিয়োজিত গাড়ীগুলোকে পারাপারের লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে ৫টি ফেরী চলাচল করছে। এ ফেরীগুলোতে বিপুল সংখ্যক মানুষও পারাপার হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, গার্মেন্টস কারখানা চালুর পর দৌলতদিয়া ঘাট দিয়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের চাকুরী বাঁচানোর মানবিক দিক বিবেচনা করে তাদেরকে ফেরীতে উঠতে দেয়া হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সামাজিক দূরত্ব বজার রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!