॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে প্রাণঘাতী করোনা সংকট মোকাবেলায় চলমান লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে গতকাল বৃহস্পতিবারও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এবারে ১৫ জনের ১৬ হাজার ৬শত টাকা জরিমানা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম ৬ জনকে ১১ হাজার টাকা এবং এসিল্যান্ড ৯ জনকে ৫ হাজার ৬শত টাকা জরিমানা করেন। দন্ডিতদের কয়েকজন দোকানদার ও মোটর সাইকেল চালক।
ভ্রাম্যমান আদালতের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এবং পাংশা মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
প্রসঙ্গত ঃ প্রাণঘাতী করোনা সংকট মোকাবেলায় চলমান লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে সরকারী নির্দেশনা অমান্য করায় গত সোমবার ২৯ জনকে ৩০ হাজার ৩শত টাকা, মঙ্গলবার ৩১ জনকে ১ লাখ ২৪ হাজার ২শত টাকা ও বুধবার ১১ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।