॥স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, সংক্রমণ ও বিস্তার রোধকল্পে এবং মহামারী ঠেকাতে জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতকরণ, ত্রাণ বিতরণ, বাজার মনিটরিংসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন।
গতকাল ২৮শে এপ্রিল রাজবাড়ী শহরসহ সদর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে দন্ড বিধির ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ৫ জনকে ১৩ হাজার ৫ শত টাকা, পাংশা উপজেলায় দন্ড বিধির ১৮৮ ও ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩১ জনকে ১ লক্ষ ২৪ হাজার ২ শত টাকা, গোয়ালন্দ উপজেলায় দন্ড বিধির ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪ জনকে ১২ হাজার টাকা এবং বালিয়াকান্দি উপজেলায় দন্ড বিধির ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান হয়।
এছাড়া কালুখালী উপজেলায় পরিচালিত কোর্ট কাউকে অর্থদন্ড কিংবা কারাদন্ড প্রদান করেনি। তবে সতর্কতা অবলম্বণের জন্য একাধিক ব্যক্তিকে পরামর্শ দিয়েছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। মোবাইল কোর্ট পরিচালনায় দায়িত্বরত জেলা পুলিশের সদস্য, সেনা বাহিনী ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় গত ২০শে মার্চ হতে গতকাল ২৮শে এপ্রিল পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে ৭শত জনকে ১৫ লক্ষ ১৭ হাজার ৫শত টাকা জরিমানা করাসহ আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।