॥রঘুনন্দন সিকদার॥ মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ১৪ জন সিআইজি প্রদর্শনীর মৎস্য চাষীর মধ্যে এনএটিপি-২ প্রকল্পের আওতায় মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৭শে এপ্রিল সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর পাড়ে এই উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হকসহ ক্ষেত্র সহকারী এবং সিআইজি প্রদর্শনীর মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। উপকরণ হিসেবে সিআইজি প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে ১২ জনের মধ্যে ৬ হাজার ৩শ’ পিস করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ও ৭ বস্তা করে মাছের ফিড এবং অন্য ২ জনের মধ্যে ৬০ কেজি করে কার্প মাছের পোনা ও ১০ বস্তা করে মাছের ফিড বিতরণ করা হয়।