॥রঘুনন্দন সিকদার॥ পাট অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ১৭ই জুন বালিয়াকান্দিতে উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের নির্বাচিত পাট চাষী সমাবেশ, র্যালী ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটরিয়ামে পাট চাষী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, পাট অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক(সমন্বয়) কৃষিবিদ মরিয়ম বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আঃ সাত্তার মোল্যা, পাট চাষী সমবায় সমিতির সভাপতি এমরুল আহসান পুলক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম বলেন, পাট জাতীয় সম্পদ। উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন করে পাটের উৎপাদন বাড়াতে হবে এবং পলিথিনের ব্যবহার বন্ধ করে পাট জাতীয় দ্রব্য ব্যবহার করতে হবে।
পাট চাষী সমাবেশ শেষে একটি র্যালী বের হয়ে বালিয়াকান্দি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের অডিটরিয়ামে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২০০জন পাট চাষী অংশগ্রহণ করেন।