॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকদের তালিকা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে সারাদেশের সাংবাদিকদের সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়ে গত ১৯শে এপ্রিল জেলা প্রশাসকদের কাছে বাংলাদেশ প্রেস কাউন্সিল যে চিঠি দিয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গতকাল ২১শে এপ্রিল প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম স্বাক্ষরিত আরেকটি চিঠি দিয়ে আগের নির্দেশনা প্রত্যাহারের কথা জেলা প্রশাসকদের জানিয়ে দিয়েছে প্রেস কাউন্সিল। উক্ত পত্রে বলা হয়, এ বিষয়ে পরবর্তী নির্দেশনা মন্ত্রণালয় থেকে জানানো হবে।
উল্লেখ্য, প্রত্যাহারকৃত চিঠিতে ‘সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রস্ত। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরী তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদেরকে সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজন।’ ওই চিঠিতে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানানো হয়েছিল।