॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে ক্রিকেট খেলায় তানভীর আহম্মেদ(১২) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে।
গতকাল ২১শে এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত তানভীর আহম্মেদ নারুয়া গ্রামের মহিবুল ইসলামের ছেলে এবং লিয়াকত আলী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র।
চিকিৎসাধীন তানভীর আহম্মেদ জানায়, সে এবং তার দুই চাচাতো ভাই রাহুল ও স্বাধীন মিলে বাড়ীর পার্শ্ববর্তী একটি মেহগনি বাগানে ক্রিকেট খেলার সময় একই এলাকার মৃত আতিয়ার রহমান শেখের ছেলে জিয়া শেখ(৪৫) তাদেরকে বাধা দেয়। এ নিয়ে তর্কাতর্কি হলে জিয়া শেখ তার হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তানভীর আহম্মেদের পিতা বাদী হয়ে জিয়া শেখসহ ৬জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অপরদিকে জিয়া শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।