॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর কালুর মোড়ে গতকাল ২১শে এপ্রিল ঐতিহাসিক সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মৃতিচারণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিরোধ যুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা আবুল বাসার মিয়া, ইঞ্জিঃ আঃ মান্নান ফকির, পৌর কাউন্সিলর নাসিরউদ্দিন রনি, ইউপি সদস্য সেলিম খান ছলিম, সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিঃ শেখ জুয়েল বাহাদুর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ১৯৭১ সালের এই দিন ভোরে পাক হানাদার বাহিনী আরিচা থেকে নৌ পথে ব্যাপক প্রস্তুতি নিয়ে গোয়ালন্দের বাহাদুরপুর কালুর মোড় এলাকায় আসে। তাদেরকে প্রতিরোধ করার জন্য আনসার ও তৎকালীন ইপিআরের সদস্যসহ স্থানীয় ছাত্র-জনতা প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই যুদ্ধে আনসার কমান্ডার ফকীর মহিউদ্দিন, হাবিল ও ছবেদ মন্ডল শহীদ হন। পাক বাহিনীর ভারী অস্ত্রসস্ত্রের সামনে যুদ্ধ বেশী সময় স্থায়ী হয়নি। পরবর্তীতে পাক সৈন্যরা তীরে নেমে আশ-পাশের কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেয়। গণহত্যা চালায় বালিয়াডাঙ্গা গ্রামে। সেখানে পাক সৈন্যদের গুলিতে ২৪ জন নিরীহ নারী-পুরুষ প্রাণ হারান।