বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর খানগঞ্জে ডিলারের বিরুদ্ধে খাদ্য বান্ধব র্মসূচীর চাল নিয়ে চালবাজীর অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের আবু নাছির শেখ নামে এক ডিলারের বিরুদ্ধে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল নিয়ে চালবাজীর অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গতকাল ১৯শে এপ্রিল সকালে খানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাটবাড়ীয়া গ্রামের পাষান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ওই ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচী থেকে সুবিধা বঞ্চিতরা। অভিযুক্ত ডিলার আবু নাছির শেখ খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মানববন্ধনে অংশগ্রহণকারী খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধা বঞ্চিতরা বলেন, ৮নং ওয়ার্ডের কার্ডধারী ১০৮ জনের কাছে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রির কথা থাকলেও গত কয়েক মাস ধরে ৪০-৫০ জন কার্ডধারী চাল পাচ্ছে না। কার্ড থাকা সত্ত্বেও চাল ক্রয় করতে গেলে ডিলার নাছির বলেন কার্ড পরিবর্তন করা হয়েছে। যে কারণে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, তাদের নাম তালিকায় থাকলেও ডিলার চাল আত্মসাত করছে।

ইউপির ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আজাদ হোসেন বলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় একবার মাত্র চাল পেয়েছিলাম। এরপর আবার যখন চাল আনতে যাই তখন ডিলার নাছির বলে তোমাদের কার্ড সরকার নিয়ে যাবে। এই কথা বলে সে কার্ড কেড়ে নেয়। তারপর আর চাল ক্রয় করতে পারি নাই।

হাটবাড়ীয়া গ্রামের হবিবর খন্দকার বলেন, তিন বছর ধরে আমার নামে খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ড হয়েছে-এটা এতদিন পর এখন জানতে পারলাম। আমি এর সুষ্ঠু বিচার চাই।

খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল কুদ্দুস বলেন, তিন বছর পূর্বে খাদ্য বান্ধব কর্মসূচীর তালিকা প্রণয়ন করা হয়। আমরা বিভিন্ন সময় মাস্টাররোল চাইতাম কিন্তু ডিলার সেটা দিতো না। বর্তমানে করোনা ভাইরাসের এই সময়ে একই ব্যক্তি যেন একাধিকবার সাহায্য না পায় সে জন্য তালিকা করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। আমরা ডিলার নাছিরসহ অভিযুক্ত সকলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

অভিযুক্ত ডিলার আবু নাছির শেখ বলেন, খানগঞ্জ ইউনিয়নে আমরা দুইজন ডিলার খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি করে থাকি। আমার অধীনে ৪৬০ জন ব্যক্তি এই সুবিধা পেয়ে থাকে। কয়েকদিন পূর্বে ট্যাগ অফিসাসের উপস্থিতিতে চাল বিতরণ করেছি। এখানে কোন দুর্নীতি করা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, খানগঞ্জ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে কিছু কার্ডধারীর চাল না দেয়ার একটি অভিযোগের ব্যাপারে শুনেছি। দ্রুত বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!