॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সীমান্তবর্তী সড়কসহ পৃথক ১০টি স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের প্রথম দিন গতকাল ১২ই এপ্রিল চেকপোস্ট বসায় মডেল থানা পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ নিজে বিভিন্ন সড়কের চেকপোস্টে যানবাহনসহ লোকজনের গমনাগমনে বিধি নিষেধ আরোপ করেন। সেই সাথে বিভিন্ন সড়কে দায়িত্বরত পুলিশের চেকপোস্টের কার্যক্রম মনিটরিং করেন তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম-বার এর দিক-নির্দেশনা মোতাবেক পাংশা উপজেলার চতুর্দিকে সীমান্তবর্তী পাংশা কলেজ মোড়, কালিকাপুর ব্রিজ, লাড়ীবাড়ী বাজার, বাহের মোড় বাজার, কলিমহর বাজার, মাছপাড়া-লক্ষণদিয়া, শিয়ালডাঙ্গী, সেনগ্রাম-কালিতলা বাজার, হাবাসপুর পদ্মা নদীর ঘাট ও চর আফড়া স্লুইজগেট বাজার সড়কের ১০টি স্পটে চেকপোস্ট বসিয়ে বহিরাগতদের প্রবেশ এবং পাংশা এলাকা থেকে অন্য এলাকায় গমনে বিধি নিষেধ কার্যকর করা হয়।
এছাড়া পাংশা বাজারসহ বিভিন্ন এলাকায় খুব প্রয়োজন ব্যতিত লোকজনকে ঘর থেকে বের না হওয়ার ক্ষেত্রে হ্যান্ড মাইকের মাধ্যমে সরকারী বিধি নিষেধ প্রচার করা হয়। বিধি নিষেধ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও সতর্ক করেন তিনি।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের লকডাউন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোহিতা কামনা করেন ওসি মোঃ আহসান উল্লাহ।