॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৬জন রোগী সনাক্ত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১২ই এপ্রিল তারিখের প্রথম প্রহর থেকে পুরো জেলা ১০দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউনের এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ যাতে কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সেজন্য রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে চেম্বার অব কমার্সের সহযোগিতায় অস্থায়ী বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে গতকাল ১২ই এপ্রিল অস্থায়ী বাজার স্থাপনের জন্য ব্যক্তিগত অর্থায়নে স্টেডিয়ামের অভ্যন্তরে বাজারের অস্থায়ী স্থাপনা তৈরী করে দিচ্ছেন রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ থেকে অস্থায়ী এ বাজারে কেনাকাটা শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
গতকাল রবিবার বিকেলে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্টেডিয়ামে গিয়ে অস্থায়ী বাজারের স্থাপনা তৈরীর কাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে জনসাধারণের কেনাকাটার সুবিধা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগকে ধন্যবাদ জানান।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী সেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামের অস্থায়ী বাজার এ বাজারে বাঁশের তৈরী ১৫ ফুট করে দূরত্বে মোট ৫০টি দোকান ঘর থাকবে। অস্থায়ী এই বাজার চালু হলে বাজবাড়ীর বাজারের কাঁচা বাজার বন্ধ থাকবে বলে জানা গেছে।