॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে সংক্রামিত রোগী সনাক্ত হওয়ায় এর বিস্তৃতি প্রতিরোধে ইতিপূর্বে জারীকৃত আদেশের ধারাবাহিকতায় গতকাল ৯ই এপ্রিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম আরো ৩দফা নির্দেশনা জারী করেছেন। ৩দফা নির্দেশনা হলো-
১) ওষুধের দোকান ব্যতিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সমূহ বেলা ৩টার পর খোলা রাখা যাবেনা।
২) অতি জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে কোনভাবেই বের হওয়া যাবে না।
৩) রাজবাড়ী জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশে এবং এ জেলা হতে যানবাহন বের হওয়া কঠোরভাবে নিয়ন্ত্রন করা হবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১০ই এপ্রিল হতে কার্যকর হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী অপরাধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, এ নির্দেশনা জারীর পর পাল্টে যেতে শুরু করেছে সড়ক-মহাসড়ক ও বাজারের দৃশ্য। ব্যাপক তৎপর হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে গোয়ালন্দ মোড়ে যানবাহন চলাচলে মহাসড়কে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে।