॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া যৌনকর্মী, হিজড়া ও দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে ৫হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ও মিরা ফাউন্ডেশন।
গতকাল ২রা এপ্রিল দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম-বার। এ সময় উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের প্রতিনিধি মীর মুক্তার হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া পতিতাপল্লীর ১২০০ জন যৌনকর্মী, হিজড়া ও বিভিন্ন উপজেলার ১৩০০ জন দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রীর প্যাকেট (চাল, ডাল, আলু, তেল, হ্যান্ডওয়াশ) বিতরণ করা হবে। দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের পক্ষে গোয়ালন্দ ঘাট থানার আশিকুর রহমান ত্রাণের প্যাকেটগুলো গ্রহণ করেন।
এসব খাদ্য সামগ্রী দৌলতদিয়া পতিতালয়, তৃতীয় লিঙ্গ(হিজড়া) এবং জেলার ৫টি উপজেলায় কর্মহীন হয়ে পড়া দিন মজুর পরিবারের মধ্যে পুলিশ ও জনপ্রতিনিধিরা বিতরণ করবে।