॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কলেজ ছাত্রী তানিয়া খাতুনের নিকট থেকে লটারীতে গাড়ী পাওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ফরিদপুর থেকে প্রতারক চক্রের ৫জন সদস্যকে গতকাল বুধবার ভোরে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব।
জানাগেছে, বালিয়াকান্দির ডিগ্রী শ্রেণীতে অধ্যয়নরত কলেজ ছাত্রী তানিয়া খাতুনের মোবাইল নম্বরে গত ২৩ ও ২৪শে মে ফোন করে প্রতারক চক্রের সদস্যরা জানায়, সে লটারীতে একটি দামী প্রাইভেট কার জিতেছে। উক্ত গাড়ীটি পাওয়ার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিকাশ একাউন্টে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৮১হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পিতা গত ২৫শে মে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়রী করার পাশাপাশি র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে।
পরবর্তীতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের শনাক্ত করে গতকাল ১৪ই জুন ভোরে প্রতারক চক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুরের ভাঙ্গা থানার তারাইল ঈশ্বরদী গ্রামের জয়নাল চৌধুরীর ছেলে শাহজালাল চৌধুরী ওরফে জালাল(২৪), একই থানার মিয়া পাড়া গ্রামের জাফর ফরাজীর ছেলে সুমন ফরাজী(১৮), নগরকান্দা থানার জুঙ্গরদী গ্রামের সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী(৩৫), কোতয়ালী থানার বাখুন্ডা গ্রামের ইব্রাহিম খানের ছেলে সাইফুল ইসলাম(২৯) এবং মাদারীপুরের শিবচর থানার গুপ্তেরকান্দি গ্রামের রাজেক মাতব্বরের ছেলে টোকন মাতব্বর(৩১)। তাদেরকে বালিায়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধেসাদেক মিয়া বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬, তাং-১৩/৬/২০১৭ইং।