॥স্টাফ রিপোর্টার॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর) প্রকল্পের উদ্যোগে রাজবাড়ী পৌরসভার সভাকক্ষে গতকাল ১৪ই জুন বস্তি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক ৩য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।
এতে পৌরসভার দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটি, চরলক্ষীপুর কলোনীপাড়া, আমিনাড়া(নিউ কলোন), বাগদীপাড়া(রেলের দুইপাড়) বস্তি উন্নয়ন কমিটি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণ অংশ গ্রহণ করেন।
অংশ গ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ দেন এ প্রকল্পের আঞ্চলিক কো-অডিনেটর শাহাদত হোসেন ও প্রশিক্ষক বিপ্রজিৎ মন্ডল। এছাড়াও স্থানীয় প্রশিক্ষক হিসেবে রাজবাড়ী পৌরসভার সচিব মোঃ হেমায়েত উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী খান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় রাজবাড়ী পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও জাহাঙ্গীর জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।