॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সার্বিক দিক-নির্দেশনায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র লোকজনের মাঝে খাদ্য সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও লিজা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক দীপক কুমার কুন্ডু, লিজা হেলথ কেয়ারের পরিচালক মোঃ নিজাম উদ্দিন ও নুরুল ইসলাম মিয়া, পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি কার্তিক সাহা, যুগ্ম সম্পাদক বিকাশ দাস ও গৌতম দাস, পাংশা কালীবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক অসিত কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক সন্তোস কুন্ডু, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর অজিত কুমার হালদার, সুনীল কুমার কুন্ডু, গোলক কুমার কুন্ডু, মহন লাল আগরওয়ালা প্রমূখ উপস্থিত ছিলেন।
পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে সর্বসাধারণের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন শ্রেণি পেশার কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দরিদ্র ভ্যান-রিক্সা-অটোবাইক চালক, চা-দোকানী, সেলুন দোকানী, কুলি-মজুরসহ দরিদ্র পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং তার পুত্র আশিক মাহমুদ মিতুল দরিদ্র লোকজনের পাশে থাকার জন্য পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেছেন।