॥রফিকুল ইসলাম॥ গতকাল ২৫শে মার্চ সারাদিন পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে দৌলতদিয়া ঘাটে আসা প্রতিটি ফেরীতে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ছুটিতে গ্রামে ফেরা যাত্রীদের উপচেপড়া ভীড় দেখা গেছে।
আগেরদিন গত মঙ্গলবার বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পুরো চাপ গিয়ে গিয়ে পড়ে ফেরীতে। অতিরিক্ত যাত্রীর কারণে ফেরীগুলো ধারণ ক্ষমতা অনুযায়ী যানবাহন বহন করতে পারছে না।
আবুল কালাম নামে একজন যাত্রী বলেন, ঢাকার গাবতলী থেকে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে পাটুরিয়া ঘাটগামী লোকাল বাসে উঠি। কিন্তু পাটুরিয়া ঘাটের কয়েক কিলোমিটার দূরে মানিকগঞ্জে উথুলি নামক স্থানে নামিয়ে দেয়া হয়। এরপর রোদের মধ্যে হেঁটে ঘাটে এসে বহু কষ্টে ফেরীতে উঠে নদী পার হতে সক্ষম হই। দৌলতদিয়ায় এসে দেখছি বাস চলাচল বন্ধ। তাই অনেক বেশী ভাড়া দিয়ে মাহেন্দ্র বা অটোরিক্সায় রাজবাড়ীতে যেতে হবে।