॥তন্ময় কুমার বিশ্বাস॥ রাজবাড়ী সদর থানার যুদ্ধকালীন কমান্ডার ডাঃ কামরুল হাসান লালীকে সংবর্ধনা দিয়েছে রেলওয়ে শ্রমিক ইউনিয়ন।
গত ১৬ই ডিসেম্বর বিকেলে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে সিপিবির সভাপতি আঃ সামাদ মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সিপিবির সদস্য আবুল কালাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন নেতা সাগর রায়।