সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর ভবদিয়ায় করোনা ভাইরাস নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ায় করোনা ভাইরাসে মৃত্যুর বিষয় নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় লাবলু মোল্লা(৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
গতকাল ২১শে মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১০/১২জন আহত হয়। আহতের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাবলু মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লাবলু মোল্লা ভবদিয়া গ্রামের মৃত অখেল উদ্দিনের ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গত বুধবার স্থানীয় এক ব্যক্তি মারা গেলে একই গ্রামের খালেক ডাক্তার বাড়ীর পাশে জোনার দোকানে বলে লোকটা যে মারা গেছে সে করোনা ভাইরাসে মারা গেছে। তার প্রতিউত্তরে মান্নান মোল্লা নামে এক প্রতিবেশী বলে যে না সে ৩মাস যাবত অসুস্থ্য ছিল, বয়স্ক লোক, সে করোনা ভাইরাসে মারা যাবে কেন। অসুস্থ্য থাকার কারণেই মারা গেছে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের লোকজন তাদেরকে আলাদা করে দেয়। পরদিন একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ঠেলা ধাক্কা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান মীমাংশা করে দিতে চেয়েছিল। গতকাল ২১শে মার্চ বিকেলে মিমাংশা হওয়ার কথা। কিন্তু সকালে মান্নান মোল্লা ও তার ভাই লাবলু মোল্লাসহ পরিবারের লোকজন বাড়ীর পাশে ক্ষেতে কাজ করতে গেলে খালেক ডাক্তার ও তার পরিবারের তাদের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মান্নান মোল্লার ভাই লাবলু মোল্লা মারা যায়।
ওসি স্বপন কুমার মজুমদার আরো জানান, এ ঘটনায় পুলিশ খালেক ফকিরের ছেলে সোহাগ ফকির(২০), মাছের ফকিরের ছেলে খালেক ফকির, মনসের আলীর ছেলে ছালেক আলী(৩৮), খালেক ফকিরের স্ত্রী হাসি ফকির(৪০), তোরাপ আলীর ছেলে আরোজ আলী (৪৫)কে আটক করেছে।
বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, গত বুধবার স্থানীয় এক ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে করোনা ভাইরাস নিয়ে খালেক ডাক্তার ও মান্নান মোল্লা বিতর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে পরদিন উভয় পরিবারের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে মীমাংশার কথা চলছিল। কিন্তু আজ সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজবাড়ীর ভবদিয়ায় করোনা ভাইরাস নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

রাজবাড়ীর ভবদিয়ায় করোনা ভাইরাস নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত====================রিপোর্ট ঃ শিহাবুর রহমান, রাজবাড়ী টিভি।====================তারিখ ঃ ২১শে মার্চ ২০২০।====================#rajbaritv#rajbaritelevision#রাজবাড়ীটিভি#rajbaritvnews#rajbaritelevisionnews====================Stay Connected with us:====================Contract : +8801713489472.© ‍RAJBARI TV ( Rajbari Television Ltd) is the Leading 24/7 News Based TV Channel in Rajbari, Bangladesh.====================Website/Live TV: http://www.rajbari.tvYouTube: https://www.youtube.com/rajbaritelevi…Facebook: https://www.fb.com/rajbaritelevisionTwitter: https://twitter.com/Rajbari_Tv===================="RAJBARI TV" is the Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Rajbari, Bangladesh====================Rajbari TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except ©RAJBARI TV ( Rajbari Television Ltd).This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on YouTube/Facebook.====================

దీనిలో দৈনিক মাতৃকণ্ঠ పోస్ట్ చేసారు 21, మార్చి 2020, శనివారం

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!