॥স্টাফ রিপোর্টার॥ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য ১২মাসের কিস্তিতে ল্যাপটপ দিচ্ছে ওয়ালটন। এ উপলক্ষে গত ৪ঠা মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে ওয়ালটন আইটি পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করে কোম্পানীটি।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন। এ সময় রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক আশিফ মাহমুদ, রাজবাড়ী ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রেজাউল করিম, রাজবাড়ী কোর্ট ইন্সপেক্টর গোলাম রব্বানী ও বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল হক হিরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সুদবিহীন ১২ মাসের সহজ কিস্তিতে ল্যাপটপ, ডেক্সটপ, মাউচ, কী বোর্ড, পেন ড্রাইভসহ অন্যান্য ওয়ালটন ইলেকট্রনিক পণ্য সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়।
মেলায় রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট ও চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিএম স্কুল এ্যান্ড কলেজের প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।