শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ব্লাড ব্যাংক সংগঠনের প্রধান উপদেষ্টা মিতুল হাকিমের সাথে নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

॥মোক্তার হোসেন॥ ব্লাড ব্যাংক পাংশা(অনলাইন) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সাথে গতকাল ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় সংগঠনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতকালে মতবিনিময় করেছেন।
পাংশা ডাক বাংলোয় সংগঠনের প্রধান উপদেষ্টা আশিক মাহমুদ মিতুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
এ সময় প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে প্রায় ৭শত ব্যাগ রক্তদান করা, প্রায় ২হাজার ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করাসহ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের কার্যক্রম সম্পর্কে সংগঠনের প্রধান উপদেষ্টা আশিক মাহমুদ মিতুল হাকিমকে অবহিত করেন তারা।
সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মুজিববর্ষ উপলক্ষে আর্তমানবতার সেবায় ব্লাড ব্যাংক পাংশা (অনলাইন) -এর কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সংগঠনের সকলকে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
পাংশা ডাক বাংলোয় সংগঠনের প্রধান উপদেষ্টা আশিক মাহমুদ মিতুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা এ্যাডমিন পার্থ সাহা, প্রধান সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম খান, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু সাঈদ, মাহিন আহম্মেদ, রেজওয়ান আহম্মেদ, পারভেজ শেখ, এইচএন হাসান, আশিক মাহমুদ মিতুল হাকিম ফ্যান ক্লাবের নির্বাহী সদস্য পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,“মুজিববর্ষের শপথ নেই-অন্যের তরে রক্ত দেই” প্রতিপাদ্যকে সামনে রেখে আশিক মাহমুদ মিতুল হাকিম ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় ব্লাড ব্যাংক পাংশা (অনলাইন) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গত ২৯ শে জানুয়ারী থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু করেছে। এ পর্যন্ত পৃথক ৪টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খুব শিঘ্রই পাংশা সরকারী কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম খান(পলাশ)।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!