॥কালুখালী প্রতিনিধি॥ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসায় পদ্মা নদীর কোলে মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৩শে ফেব্রুয়ারী বেলা ১১টায় ১৬শত কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম জিন্নাহ, ইউপি সদস্য মাসুদ মন্ডল, গঙ্গানন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভানেত্রী দিপালী বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আবুল হোসেন দেওয়ান, হাফিজুর রহমান লাল্টু, মোশারফ হোসেন, ইদু মন্ডল, শুকুর আলী, আহম্মদ আলীসহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের পরামর্শে ওমর আলী ও নিরঞ্জন হালদারের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী পদ্মা নদীর কোলের ১০০ একর জলাশয়ে এই মৎস্য চাষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে।