সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সদরের গাবলায় পূর্ব শত্রুতার জেরে ৩বিঘা জমির পেঁয়াজের দানা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের দুই কৃষকের ৩ বিঘা (৬৬ শতাংশ) জমির পেঁয়াজ ক্ষেত রাতের আঁধারে নষ্ট করে ফেলেছে দুর্বত্তরা।
গত ১৯শে ফেব্রুয়ারী দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ঃ গাবলা গ্রামের আসাদ মন্ডল এবং করিম শেখ। তাদের মধ্যে আসাদ মন্ডলের ৪৪ শতাংশ এবং করিম শেখের ২২ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছে।
ধারালো অস্ত্র দিয়ে নির্দয়ভাবে পেঁয়াজের মাথার কদম(ফুল) কেটে ফেলা হয়েছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
এ খবর ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকে সারা দিনব্যাপী আশপাশের এলাকাগুলো থেকে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত দেখতে আসে।
স্থানীয় বাসিন্দা ইউনুস মোল্লা বলেন, ‘যারা এ জঘন্য কাজ করেছে তারা অমানুষ। তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। কৃষকদের এর চেয়ে বড় সর্বনাশ আর নেই।’
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু কয়েকজন ইউপি সদস্যকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘চিহ্নিত দুর্বৃত্তরা ন্যাক্কারজনক এ কাজটি করেছে। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নইলে আমাদের সরকারেরও বদনাম হবে।’
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আসাদ মন্ডল বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!