॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ লাভজনক হওয়ায় দুবাই’র সবজি কুচা চাষে আগ্রহী হচ্ছে বালিয়াকান্দি উপজেলার কৃষকরা। দিন দিন এই সবজির চাহিদাও বাড়ছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের কুচা চাষী আব্দুস সালাম মন্ডল বলেন, আমি দুবাই ছিলাম। সেখান থেকে দেশে আসার সময় বাংলাদেশী ২৭৫ টাকা দিয়ে ১প্যাকেট কুচার বীজ কিনে আনি। পরে আলু ও মিষ্টি কুমড়ার ক্ষেতের মধ্যে সাথী ফসল হিসেবে সেই বীজ বুনি। বীজ থেকে চারা গজিয়ে বড় হয়ে কুচা ধরতে শুরু করে। প্রতিটি কুচার গড় ওজন এক থেকে দেড় কেজি। বাজারে ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। এই সবজি সালাদ ও তরকারী হিসেবে খাওয়া যায়। এলাকার অনেক কৃষক আগ্রহী হয়ে কুচার বীজের জন্য আমার কাছে আসছে। আমিও দুবাইতে আমার পরিচিতদের কাছে ফোন করে কুচার বীজ কিনে পাঠাতে বলেছি।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, একজন দুবাই থেকে কুচার বীজ এনে চাষ করেছে সফলতা পেয়েছেন। তাকে দেখে কৃষকরা আগ্রহী হচ্ছে। আশা করি, এ উপজেলায় কুচার চাষ বৃদ্ধি পাবে।