মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভা পরিদর্শনে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উপদেষ্টা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

॥হেলাল মাহমুদ॥ বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা নীলিমা থোটা’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পৌরসভা মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং এসডিজি ৬.২ এর ফলাফল অর্জনে রাজবাড়ী পৌরসভা কীভাবে ইউজিআইআইপি-৩ (আরবান গভর্ণেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রকল্প-৩য় পর্ব) বাস্তবায়নে সহযোগিতা করছে সে সম্পর্কে অবহিত হন। পরে তারা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় পৌরসভার ডাম্পিং স্টেশন(বর্জ্য ফেলার স্থান, যেখানে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট নির্মিত হবে) এবং সুইপার কলোনীতে ড্রেন ও অন্যান্য উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা নীলিমা থোটা’র সাথে এনজিও প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা সাবরিনা নাজিয়া হক, কাজী আমিন, মামুন চৌধুরী, মোঃ রাকিবুজ্জামান, বি.এম জাহিদুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শারমিন সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী খান, ইউজিআইআইপি-৩ এর কর্মকর্তা জাহিদুল আযম, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু এবং পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর, পরিচ্ছন্নতা কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!