মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত একযুগ ধরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় কর্মসূচী পালন, শিক্ষার মানোন্নয়ন, মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানসহ এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকেলে উপজেলার মৌরাট ইউপির বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২০১৯ সালের মৌরাট ইউনিয়নের ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১জন ছাত্র ও ১জন ছাত্রী মোট ২২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইউসুফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, মৌরাট ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অডিট বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দায়িত্বরত সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম চৌধুরী, বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস ও বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি আজিমুদ্দিন শেখ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ।
অনুষ্ঠানে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় কুমার ঘোষ, বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কৃষি ব্যাংকের কর্মকর্তা উদয় শংকর চক্রবর্তী, সমাজ বিকাশ সংস্থার সভাপতি রফিকুল ইসলাম জর্জ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো ঃ বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামিউল হক রনিম ও মোছাঃ সারমিন, পেপুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহিনুর রহমান ও রাফিয়া খাতুন, ধুলিয়াট অধ্যাপিকা জাহানারা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হৃদয় মিয়া ও সানজিদা, দড়ি-চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশিব খাঁ ও তাসনিম অথৈ, চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফারদীন খান ও মিথিলা পারভীন, মৌরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আনিস ও কেয়া খাতুন, তেলিগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সোহান মন্ডল ও অন্তরা খাতুন, খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাফিজুর রহমান রাফি ও ফাতেমা তুজ জহুরা, রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমন হোসেন ও আফসানা জেবা, চর-হরিণাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইরান আলী ও তানিয়া খাতুন, স্বর্ণগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রবিন হোসেন ও ফারহানা আক্তার মিম।
প্রসঙ্গত ঃ পাংশা উপজেলার মৌরাট ইউপির বাগদুলী বাজারে নিজস্ব অফিস নিয়ে দীর্ঘ ১২বছর ধরে জাতীয় কর্মসূচী পালন, শিক্ষার মানোন্নয়নসহ মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে নানা কর্মসূচী পরিচালনা করে আসছে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!