॥হেলাল মাহমুদ॥ এনজিও ব্র্যাক এবং বাংলাদেশ সেন্টার ফর ভিলেজ ডেভেলপমেন্ট (বিসিভিডি)’র যৌথ উদ্যোগে রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, অন্যান্যের মধ্যে সমাজকর্মী সুপ্রিয়া দাস দিপা, ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর নাজমুল হক, প্রোগ্রাম ম্যানেজার মাহবুব আলম, কমিউনিকেশন ¯েপশালিস্ট সৌরভ ব্যানার্জী, ইএমবি প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার রাশিদা আক্তার, সেক্টর স্পেশালিস্ট মাহমুদা আক্তার, জেরিন আফরোজ ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিভিডি’র প্রধান সমন্বয়কারী রুহুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে কামরুন নাহার চৌধুরী লাভলী বিদ্যালয়ের ছাত্রীদের শরীরের প্রতি সচেতন থাকার এবং লেখাপড়ায় মনোযোগী হওয়াসহ দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।