॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় গতকাল ১লা ফেব্রুয়ারী ‘মুজিববর্ষে শপথ নেই অন্যের তরে রক্ত দেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় এবং ব্লাড ব্যাংক পাংশা(অনলাইন) সংস্থার আয়োজনে দ্বিতীয় দিনেরমত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টায় ক্যাম্পেইন উদ্বোধন করেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্লাড ব্যাংক পাংশার অন্যতম উপদেষ্টা, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ও পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লাড ব্যাংক পাংশার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ।
বক্তারা আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় এবং ব্লাড ব্যাংক পাংশা(অনলাইন) সংস্থার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচীর জন্য ধন্যবাদ জানানোসহ কর্মসূচী বাস্তবায়নে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্লাড ব্যাংক পাংশার প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন তানভীর আহমেদ শোভন ও পার্থ সাহা, ব্লাড ব্যাংক পাংশার নির্বাহী সদস্য নাজমুল সালেহীন, বিজয় কুমার, হাসান, সাঈদ, পারভেজ, মাহিন, সুমাইয়া ও শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ব্লাড ব্যাংক পাংশার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ জানান, গত বুধবার প্রথমদিনে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪শতাধিক ছাত্র-ছাত্রীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। আজকে (গতকাল শনিবার) দ্বিতীয় দিনেরমত পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়।
এ মাদরাসায় প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। তিনি বলেন, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে পাংশা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বছরব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। কর্মসূচী বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।