॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের কলেজ মোড় এলাকায় প্রতিষ্ঠিত আর.বি এন্ড সন্স অটো রাইস মিলস লিমিটেড গতকাল ৩১শে জানুয়ারী বিকেলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে চালু করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার আসর নামজের পর আর.বি এন্ড সন্স অটো রাইস মিলস লিমিটেড চালুকরণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার এভিপি এন্ড ম্যানেজার মনিরুল ইসলাম, পাংশার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাস, পাংশার ওসিএলএসডি তারিকুল ইসলাম সবুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল ওয়াহব সরদার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন শেখ, পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনজুর কাদের মাসুদ, সহ-প্রচার সম্পাদক মোঃ মোবায়দুল হক চুন্নু, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লাল্টু বিশ্বাস, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব মন্ডল, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, রাইস মিলস মালিক সমিতির সভাপতি দিলীপ দাস, আর.বি এন্ড সন্স অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রশিদ বিশ্বাস, আর.বি এন্ড সন্স অটো রাইস মিলস লিমিটেডের এমডি মোঃ খলিলুর রহমান, আর.বি এন্ড সন্স অটো রাইস মিলস লিমিটেডের পরিচালক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহীদুজ্জামান শহীদ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শুকুর বিশ্বাস, ফজলে আলী ফারুক, আব্দুস সামাদ লাল্টু, খোন্দকার রিপন, মোঃ রিজাউল করিম মিয়া, আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, বিভিন্ন রাইস মিলস মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাংশা শাহজূঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাঃ আবু মুসা আশয়ারী।
আর.বি এন্ড সন্স অটো রাইস মিলস লিমিটেডের পরিচালক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহীদুজ্জামান শহীদ বিশ্বাস জানান, আজকে আনুষ্ঠানিক ভাবে অটো রাইস মিলসটি চালু করা হলো। প্রতি ১২ ঘন্টার জন্য মিলে ৮শত মণ ধান লাগবে। মিলস চালুর ক্ষেত্রে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।