॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল বৃহস্পতিবার ৩০শে জানুয়ারী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দুইদিন ব্যাপী সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে দু’দিন ব্যাপী সরস্বতী পূজার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপক কুমার দত্তের(দীপন দত্ত) সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান, সরস্বতী পূজা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বিমল কুমার কর্ম্মকার, আইসিটি বিভাগের প্রধান মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম ফরিদ আহম্মেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তৈয়েবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সমরেশ কুমার দাস, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক দীপালী রানী দাস ও ইংরেজী বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পূজা অর্চনা পরিচালনা করেন পূরহিত দেব প্রসাদ গোস্বামী।