॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৯শে জানুয়ারী সকালে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান বৃদ্ধিকরণ ও রক্তদান সম্পর্কিত সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় ‘মুজিববর্ষে শপথ নেই অন্যের তরে রক্ত দেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায়, ব্লাড ব্যাংক পাংশা(অনলাইন) নামক সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার ও পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা রক্তের গ্রুপ নির্ণয়ের উপকারীতা প্রসঙ্গে আলোচনা ও মুমুর্ষ রোগীকে রক্তদানে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা ডাকবাংলোর কেয়ারটেকার ও ব্লাড ব্যাংক পাংশার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সেলিম, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ রাজিবুল হাসান (রবি), ব্লাড ব্যাংক পাংশার প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন তানভির আহমেদ শোভন ও পার্থ সাহা, ব্লাড ব্যাংক পাংশার নির্বাহী সদস্য আজিজুল ইসলাম টিটো ও নাজমুল সালেহীন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাব ও ব্লাড ব্যাংক পাংশার কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ব্লাড ব্যাংক পাংশার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ জানান, উদ্বোধনী দিনে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
তিনি বলেন, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে পাংশা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বছরব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। কর্মসূচী বাস্তবায়নে তিনি সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।