॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বর্তমান সরকারের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মেগা প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন হওয়ায় রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল ২৬শে জানুয়ারী দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে স্মারকলিপি ২টি হস্তান্তর করেন। এ সময় রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলেকট্রিক বিভাগের চীফ ইন্সট্রাক্টর মোঃ সজ্জাদ হোসেন, বিল্ডিং ম্যানেজমেন্ট বিভাগের চীফ ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন এবং ফার্ম বিভাগের চীফ ইন্সট্রাক্টর সমর কান্তি হালদারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১শে জানুয়ারী রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, সরকারের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা প্রদান করে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।