॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ২৬শে জানুয়ারী দুপুর ১২টার সময় বার্ষিক আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে বার্ষিক আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী ও রসায়ন বিভাগের প্রভাষক হাফিজুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান, আইসিটি বিভাগের প্রধান মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার, ভূগোল বিভাগের প্রভাষক ডঃ মনিরুল আলম ও ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবু সয়েম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী বলেন- শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে পাংশা সরকারী কলেজের অতীত ঐতিহ্য রয়েছে। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উপস্থিতিতে এবারও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগেই আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সুস্থ্যসবল শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। পরস্পর সৌহাদ্যপূর্ণ পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।