বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে মাওলানা মিজানুর রহমান আজহারীর যাত্রা বিরতি॥জনতার ভিড়

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

॥হেলাল মাহমুদ॥ সাম্প্রতিক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী গতকাল ২৩শে জানুয়ারী দুপুরে হেলিকপ্টারযোগে ফরিদপুরের মমিন খাঁর হাট এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে ২ঘন্টার জন্য যাত্রা বিরতি করেন।
দুপুর ১২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকীরের পাড়ার হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা আলা, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক সেলিম মুন্সি, গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মন্ডল, মোহাম্মদ আলী মিয়া, আমজাদ হোসেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান প্রমুখ তাকে অভ্যর্থনা জানান।
তার আসার খবর পেয়ে বিপুল সংখ্যক মানুষ তাকে একনজর দেখতে ভিড় জমায়। এরপর মাওলানা মিজানুর রহমান আজহারী সড়ক পথে গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী সিদ্দিক মিয়ার বাসভবনে গমন করেন। সেখানে জোহরের নামাজ ও দুপুরের খাবার খেয়ে ফরিদপুরের মমিন খাঁর হাট মাধবদিয়া ময়েজউদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের ওয়াজ মাহফিলে বয়ান করার উদ্দেশ্যে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!