॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের জরুরী সভায় এসে অফিসে ঢুকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনের বর্তমান ও সাবেক পরিষদের সদস্যরা। গতকাল ২০শে জানুয়ারী সকালে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ জানান, গতকাল ২০শে জানুয়ারী সংগঠনের এক জরুরী সভার দিন ধার্য্য ছিল। সকালে আমরা এসে দেখি অফিসে তালা মারা। পরে সভাপতি আঃ ওহাব সরদারকে মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। এমনকি তিনি আসেনওনি। পরে অফিসে ঢুকেতে না পেরে দীর্ঘক্ষণ আমরা সেখানে অপেক্ষা করে চলে আসি।
এ সময় রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সহ-সভাপতি শুকুর মোল্লা, সহ-সাধারণ সম্পাদক সামচু মিয়া, সাংগঠনিক সম্পাদক কালাম ফকির, সড়ক সম্পাদক মমিন মোল্লা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক আফজাল সরদার, সদস্য কালাম তালুকদার, আনোয়ার শেখ ওরফে নৈমুদ্দিন ও জসিম খানসহ সাবেক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সংগঠনের সভাপতি আঃ ওহাব সরদার জানান, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুমতি ছাড়া সাধারণ সম্পাদক কোন সভা করতে পারবেন না। আমার অনুমতি না নিয়েই সাধারণ সম্পাদক এই সভা ডাকেন। তাদের এই সভা ছিল অবৈধ। অধিকাংশই সদস্য এ সভার কথা জানেন না।